Assignment

Class 9 Bangla Assignment Answer 8th Week

Class 9 Bangla Assignment 8th Week Answer 2021 Pic, PDF & HD Images! Today we are going to share the First Week Class 9 Bangla Assignment Answer 2021. The Directorate of Secondary and Higher Education – DSHE.GOV.BD officially published the Class 6 to 9 Assignment Syllabus PDF.

Due to the COVID-19 reason, The Bangladesh Directorate of Secondary and Higher Education Board obedient to take assignments to continue the process of the student study. Every student of Class 6, 7, 8, 9 must be submitted the Assignment Answer to their class teacher. So, it is very important to collect the 100% correct Class 9 Assignment Answer Bangla 8th week.

Every week, A Class 9 students need to write only 2 assignments. We know that this is not easy for a student to collect the Class 9 Assignment 8th Week Answer from online or off-line. But, TodayResultBD.com is always ready to provide quality answers of Class 9 Bangla Assignment Answer 8th week 2021.

Note that, TodayResultBD.com teams are working to provide 100% correct every week Assignment Answer of Class 6, Class 7, Class 8, and Class 9. So, regularly visit our website and collect your Assignment Solutions. Thanks.

Quick Link:

8th Week Class 9 Bangla Assignment Solution:

Recently, the DSHE (Directorate of Secondary and Higher Education Board) published the 8th-week assignment for Class 9 students. Here below, you will find the Class 9 8th week Assignment question and answer.

অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ

“বঙ্গবাণী ও কপােতাক্ষ নদ উভয় কবিতাতেই মাতৃভাষা প্রীতির মাধ্যমে দেশপ্রেম প্রকাশ পেয়েছে” – মন্তব্যটির স্বপক্ষে তােমার যৌক্তিক মত উপস্থাপন কর

Solution:  নমুনা উত্তরঃ

“বঙ্গবাণী ও কপােতাক্ষ নদ উভয় কবিতাতেই মাতৃভাষা প্রীতির মাধ্যমে দেশপ্রেম প্রকাশ পেয়েছে” – মন্তব্যটির স্বপক্ষে তােমার যৌক্তিক মত উপস্থাপন কর হল ঃ

নিজ দেশ ও জন্মভূমির প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসাই স্বদেশপ্রেম। স্বদেশের প্রকৃতি ও ধূলিকণা আমাদের নিকট অতি প্রিয় ও পবিত্র। শিশুকাল থেকেই মানুষ স্বদেশের মাটিতে বেড়ে ওঠে। মায়ের বুক যেমন সন্তানের নিরাপদ ও নিশ্চিন্ত আশ্রয়, স্বদেশের কোলে মানুষ তেমনি নিরাপদ ও নিশ্চিত আশ্রয় লাভ করে। স্বদেশকে ভালোবাসার মাঝেই মানব জীবনের চরম সার্থকতা নিহিত। বিভিন্ন কবি সাহিত্যিক তাদের কবিতা, কাব্য, নাটক, গান, উপন্যাস প্রভৃতি লেখনির মাধ্যমে তাদের দেশপ্রেমকে ফুটিয়ে তুলেছেন মাতৃভাষার মাধ্যমে। তেমনি দুইটি কবিতা হল আবদুল হাকিমের “বঙ্গবাণী” মাইকেল মধুসূদন দত্তের “কপোতাক্ষ নদ” উভয় কবিতাতেই খুবই চমৎকারভাবে মাতৃভাষার প্রতি এক গভীর মমত্ববোধের বহিঃপ্রকাশ ঘটেছে।

“বঙ্গবাণী” কবিতায় কবি মাতৃভাষার প্রতি এক গভীর টান উপলব্ধি করেছেন । সেই সাথে অন্য ভাষার প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন। এবং শুধু তাই নয়, মাতৃভাষার সাথে ধর্মীয় দিকটি কবি অত্যন্ত নিপুণভাবে তুলে ধরেছেন। যে ভাষা সকলের বোধগম্য সে ভাষতেই কথা বলা বা লেখা বাঞ্ছনীয় । তাই কবি নিজ ভাষাতেই গ্রন্থ রচনায় মনোনিবেশ করেছেন। এতে মাতৃভাষার প্রতি শ্রদ্ধার পাশাপাশি দেশপ্রেমের একটি নিদর্শন কবি অংকিত করেছেন। কবি একদিকে যেমন মাতৃভাষার প্রতি গভীর মমত্ববোধ দেখিয়েছেন অন্যদিকে খুবই কঠোর ভাষায় ওই সকল লোকদের জন্ম ও পরিচয় নিয়ে সন্ধিহানের কথা বলেছেন যারা নিজ মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল নয় । তাদেরকে নিজ দেশ ছেড়ে দিয়ে অন্যত্র চলে যাওয়ার কথা বলেছেন। এভাবেই বঙ্গবাণী কবিতায় দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটেছে মাতৃভাষার প্রীতির মধ্য দিয়ে।

“কপোতাক্ষ নদ” কবিতায় কবির স্মৃতিকাতরতা আবরণে তার ভিতর দেশপ্রেমের প্রকাশ ঘটে। নিজ মাতৃভূমি ছেড়ে কবি যখন বিদেশে পাড়ি জমালেন ঠিক তখনি হৃদয়ে অনুভব করলেন স্বদেশের প্রতি এক অদ্ভুত টান। আর এই টান সৃষ্টি হয়েছে স্মৃতিচারণ করা কপোতাক্ষ নদীকে কেন্দ্র করে। কবি চিত্তে বারবার জেগে উঠেছে দেশের প্রতি অন্তিম প্রেম আর এই প্রেমের জাগরণ ঘটে কবি যখন বিদেশে বসে শৈশবের নদীর কলকল ধ্বনি শুনতে পান। কবি মনে সংশয় জাগে নদীর দেখা পাবেন কিনা।

কবিতা দুইটিতে দেশপ্রেমের রূপ দুইটি ভিন্ন আঙ্গিকে ফুটে উঠেছে। মাতৃভুমির প্রকৃতির প্রেমে বিদেশরত কবি এতটাই মোহ ছিলেন যে বারবার শৈশবের স্মৃতিচারণ করেছিলেন আর এদিক ওদিক শৈশবের নদীকে খুঁজতে মরিয়া হয়ে উঠেছিলেন। এক অজানা আশঙ্খা কবি মনে বারবার উঁকি দিচ্ছিলো যদি আর সেই নদীর দেখা না পাই।  দেশপ্রেম থেকেই এমন অনুভূতির সৃষ্টি হয়। ঠিক একই রকম অনুভুতি প্রকাশ পেয়েছে “বঙ্গবাণী” কবিতায় । মাতৃভাষার প্রতি কবি তার গভীর উপলব্ধি ব্যক্ত করেছেন। মাতৃভাষায় গ্রন্থ রচনায় মনোনিবেশ করেছেন। মাতৃভাষার প্রতি যারা অবহেলা করে তাদের প্রতি কবি তীব্র ঘৃণা করে বলেছেন তারা কেন নিজ দেশ ছেড়ে অন্যত্র চলে যায় না। কবি মনে মাতৃভাষার প্রতি যে সম্মান ও ভালবাসার উদয় হয়েছে তার পিছনে দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটেছে।

Source: hazabarolo.com

1st Week Class 9 Bangla Assignment Solution:

Recently, the DSHE (Directorate of Secondary and Higher Education Board) published the 1st-week assignment for Class 9 students. Here below, you will find the Class 9 Assignment 1st-week question and answer.

অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ

“অনুচ্ছেদ রচনা –  স্বশিক্ষা অর্জনে বই পড়ার গুরুত্ব”

Solution:

“মানুষের জ্ঞান-বিজ্ঞান, শিল্প ও সাহিত্য সাধনার মৌন সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বিশ্বের অজস্র বই। বইকে সঙ্গী করতে পারলে মানুষের হৃদয়েও মনের অনেক অভাব ঘুচে যায়।  স্বশিক্ষা অর্জনে  চাই বই পড়া।কারন একমাত্র বই পড়ার মাধ্যমে হৃদয় মনের ঘুমন্ত আত্মা জেগে উঠে। বিকশিত হয় মানুষের বিবেক এবং মনুষ্যত্ব ।  আধুনিক জগতে সমগ্র বিশ্বকে উপলব্ধি করতে হলে সভ্য মানুষের বইয়ের অবারিত সঙ্গ না হলে চলে না। আবার বইয়ের সূত্র ধরে মানুষ অগ্রসর হয়ে চলে সভ্যতা ও সংস্কৃতির বিবর্তনের পথে। পৃথিবীর ইতিহাস-ঐতিহ্যের অন্যতম অবলম্বন বই। বইয়ের মাধ্যমে আমরা বিশ্বের বিভিন্ন দেশ, জাতি, ভাষা সম্বন্ধে জ্ঞান লাভ করি। বই মানুষকে পৃথিবীতে হাজার বছর পথচলার অনুভূতি দিতে পারে। আবার বইয়ের মধ্য দিয়েই কোন কবি, সাহিত্যিক বা লেখক মৃত্যুর পরও বেঁচে থাকতে পারেন হাজার বছর। বই মানুষের হৃদয়ের দ্বার খুলে দেয়, চিন্তার জগতকে প্রসারিত করে। আমাদের মননশক্তি ও হৃদয়বৃত্তিকে সম্পূর্ণভাবে জাগ্রত করতে পারি বই পাঠের মাধ্যমেই। তাই বই পড়ার অভ্যাস গঠন করা অবশ্যই উচিত। বইয়ে জ্ঞান-বিজ্ঞান, শিল্প-সাহিত্যের স্রোতধারা একত্রিত হয়। সেই ধারার সাথে মিললেই মানুষের আত্মপ্রসার ঘটে। তাই আমরা অধিক পরিমাণে বইপাঠে আগ্রহী হব, যা দিতে পারে এক সুন্দর ভবিষ্যৎ। পাঠ্য বইয়ে আবদ্ধ না থেকে অন্যান্য বই পড়ার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। মনে রাখতে হবে বই মানুষের একমাত্র বন্ধু যার ছোঁয়ায় স্বশিক্ষা অর্জন করা যায়।”

What is the Official website for Class 6, 7, 8, 9 Assignment Answer Download 2021?

The official website of the Directorate of Secondary and Higher Education (www.dshe.gov.bd) officially published all Classes Answers like as Class 6 Assignment Answer, Class 7 Assignment Answer, Class 9 Assignment Answer, and Class 9 Assignment Answer. In this content, we only write about Class Six Assignment Answers / Solutions. But, you want to know about the Class 6, 7, 8, 9 Assignment Syllabus & Answers. Just click the above link.

How to Write Class Nine Assignment Answer 2021?

Everybody has known that the Bangladesh Education Board closes all Schools, colleges & universities for Corona Virus. So, there is no way to Verification sorting, which students are good and which students are medium and bad. So, the Directorate of Secondary and Higher Education board wants to make their Class 6 to Class 9 Student next class roll by Assignment system. So, it is very important to write 100% correct Class 9 Assignment Answer and submit properly.

Necessary Preparation:

It is very important to the student of all classes including Class 9, have to make mental preparation before starting to write down assignments answers. It is very important to make the assignment clean, clear, beautiful, and attractive for good marks. Because it is said, ‘First philosophy then quality judgment’. So make an appropriate assignment you need to be focused on your work. First, take some clean papers. Make a margin on them. Then start writing with a clear hand. Try to keep the words clean and easy to read.

Don’t double write on it. And the most important thing for the assignment is the cover page. You have to take a page where your name, class, rolls, subject, assignment title will be written. And always give accurate answers to the assignment. Don’t make the answers very short or over lengthy, because it will make your teacher irritated and you won’t get a good mark.

TodayResultBD

The "TodayResultBD" team always works to provide quality education information. Generally, We try to write an Article about the Result, Routine, Admission, Assignment, Syllabus, Notice, and Education News. We hope you are enjoying our Content. Thanks for staying with us and visiting our website.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button